বৃহস্পতিবার প্রকাশ পাবে ‘এই অবেলায়-২’

তুমুল জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল নিয়ে আসছে ব্যান্ড শিরোনামহীন। ২০১৯ সালে প্রকাশের পর থেকেই গানটি ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে ‘এই অবেলায়-২’, যা ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে শোনা যাবে। ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে বাংলা ও ইংরেজি—দুটি ভাষায় গানটি প্রকাশ করা হবে। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই উন্মুক্ত হবে। নতুন গানের কথা লিখেছেন শিরোনামহীনের দলনেতা ও বেজিস্ট জিয়াউর রহমান। তিনিই লিখেছিলেন প্রথম গানটি। সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি অনুবাদ করেছেন রেশ রহমান। ‘এই অবেলায়-২’ নিয়ে জিয়াউর রহমান বলেন, “প্রথম গানটি প্রকাশের পর শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছিলাম। সবাই চাইছিল গানটির সিক্যুয়েল হোক। ঠিক এমনটাই আমাদের ‘হাসিমুখ’ গানটির বেলায়ও হয়েছিল। ‘এই অবেলায়’-এর প্রতি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই ‘বাতিঘর’ অ্যালবামে গানটির দ্বিতীয় পর্ব করার সিদ্ধান্ত নিই।” গানটির ভিডিওচি

বৃহস্পতিবার প্রকাশ পাবে ‘এই অবেলায়-২’
তুমুল জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল নিয়ে আসছে ব্যান্ড শিরোনামহীন। ২০১৯ সালে প্রকাশের পর থেকেই গানটি ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে ‘এই অবেলায়-২’, যা ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে শোনা যাবে। ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে বাংলা ও ইংরেজি—দুটি ভাষায় গানটি প্রকাশ করা হবে। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই উন্মুক্ত হবে। নতুন গানের কথা লিখেছেন শিরোনামহীনের দলনেতা ও বেজিস্ট জিয়াউর রহমান। তিনিই লিখেছিলেন প্রথম গানটি। সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি অনুবাদ করেছেন রেশ রহমান। ‘এই অবেলায়-২’ নিয়ে জিয়াউর রহমান বলেন, “প্রথম গানটি প্রকাশের পর শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছিলাম। সবাই চাইছিল গানটির সিক্যুয়েল হোক। ঠিক এমনটাই আমাদের ‘হাসিমুখ’ গানটির বেলায়ও হয়েছিল। ‘এই অবেলায়’-এর প্রতি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই ‘বাতিঘর’ অ্যালবামে গানটির দ্বিতীয় পর্ব করার সিদ্ধান্ত নিই।” গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং দ্বীপে। এতে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক নীল হুরেরজাহান। ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow