বৃহস্পতিবার রাজধানীর যেসব জায়গায় আন্দোলন

3 months ago 7
রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন চলছেই। বিশেষ করে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ এলাকায় এসব আন্দোলনের কারণে নগরজুড়ে যানজট লেগেই থাকে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো আন্দেলনের কারণে গুরুত্বপূর্ণ এসব এলাকা ও আশপাশ এলাকায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন চালক, পথচারী ও কর্মজীবী মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারও (২২ মে) নানা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন দাবিতে কর্মসূচি রয়েছে। জেনে নেওয়া যাক কোথায় কখন কোন সড়কে আন্দোলন চলবে— দাবি না মানা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না ইশরাক বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন তার অনুসারীরা। এর আগে নগর ভবনের সামনে আন্দোলন চললেও, বুধবার (২১ মে) দুপুর থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এদিকে এই বিক্ষোভ সমাবেশে আজই প্রথম যোগ দিলেন ইশরাক হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি-সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ওই হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাম্য হত্যা : ক্ষুব্ধ ঢাবি শিক্ষার্থীদের লংমার্চের হুঁশিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সব আসামির গ্রেপ্তার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহস্পতিবার (২২ মে) অবস্থান কর্মসূচি ও লংমার্চেরও ঘোষণা দেন শিক্ষার্থরা।
Read Entire Article