বয়স শুধু বাড়ে,
শরীর ভেঙে পড়ে,
কিন্তু অন্তর—
তাতে কিছুই বদলায় না।
বেখেয়ালি চিন্তাগুলো এলোমেলো—
একা, নিঃসঙ্গ পথে চলে যায়।
কখনো মনে হয়,
এ জীবন আর কত দিন টানা যাবে?
বয়স শুধু বাড়ে,
শরীর ভেঙে পড়ে,
কিন্তু অন্তর—
তাতে কিছুই বদলায় না।
বেখেয়ালি চিন্তাগুলো এলোমেলো—
একা, নিঃসঙ্গ পথে চলে যায়।
কখনো মনে হয়,
এ জীবন আর কত দিন টানা যাবে?