‘বেঁচে ফিরব আশা ক‌রিনি’

1 month ago 30
আন্দোলনে পু‌লিশের নির্মম নির্যাতনের হাত থেকে বেঁচে ফিরবেন বলে আশা করেননি ওমর শরীফ ইমরান সা‌নিয়াত। বৈষম‌্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডি‌বি পু‌লিশের নির্মম নির্যাতনের শিকার হন তিনি।পু‌লিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন তাকে ভয় না পেতে পিঠ চাপড়ে সাহস দেন তার মা শামীম বরকত লাকী। সে ভি‌ডিও সেসময় সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। সে ভয়াবহ নির্যাতনের কথা সাংবা‌দিক‌দের সামনে তুলে ধরেন তারা। বৃহস্প‌তিবার (২২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভি‌ঞ্চিতে বি‌ভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, পু‌লিশের হাতে নির্যা‌তিত ওমর শরীফ ইমরান সা‌নিয়াত ও আন্দোলনে অনু‌প্রেরণাকারী সে সাহসী মা শামীমা বরকত লাকি। সা‌নিয়াত জানান, তার চোখ বেঁধে ঝু‌লিয়ে নির্যাতন করে ডি‌বি পু‌লিশ। নির্যাতনে পা ও শরীরের বি‌ভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। কিন্তু দেশের বি‌ভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোসররা এখনো বহাল থাকায় ক্ষোভ জানান তি‌নি। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহ আলম, একাত্তর টি‌ভির সিই‌ও শফিক আহমেদ, সি‌নিয়র সাংবা‌দিক লুৎফর রহমান ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরীসহ অনেকে বক্তব‌্য রা‌খেন। এ সময় যুক্তরাষ্ট্র থেকে সভায় ভার্চুয়া‌লি বক্তব্য রাখেন- যুবদল নেতা মাসুদ রানা। পরে সাংবা‌দিক শ‌ফিক আহমেদের জন্ম‌দিন উপলক্ষে কেক কাটেন উপ‌স্থিত গণমাধ্যম কর্মীরা।   
Read Entire Article