বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদকে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে সহায়তা চেয়ে পুলিশ সদর দপ্তর।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়েছে।
অজ্ঞাত পরিচয়েন এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত আছে। তাদের শনাক্ত করার লক্ষ্যে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
টিটি/এমআইএইচএস/এমএস