বেকারি থেকে নাস্তা কিনেছিলেন এক নারী। পরে বাসায় নিয়ে সে নাস্তা খেতে গিয়েই বাধলো বিপদ। বেকারি থেকে কিনে আনা সেই নাস্তার মধ্যে মিলল সাপ।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়। এ ঘটনায় বেকারির বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নারী।
বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় এক নারী একটি স্থানীয় বেকারি থেকে কেনা নাস্তার ভেতরে সাপ পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন।
শ্রীশৈলা নামের ওই নারী জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন। বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে তার ভেতরে একটি সাপ দেখতে পান।
তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বেকারিতে ফিরে গেলে মালিক উদাসীনভাবে উত্তর দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন বলে অভিযোগ করা হয়েছে। এমন জবাবে ক্ষুব্ধ হয়ে শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের নিয়ে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন।