বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের গণসমাবেশ

12 hours ago 1

গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া কারখানা চালু, ব্যাংকিং সুবিধা ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় গাজীপুর মহানগরীর শ্রীপুর সান সিটির মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কারখানার সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে শান্তিপূর্ণ এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত কয়েক দিন ধরে গণসমাবেশের লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করেন শ্রমিকরা। লিফলেটে বেক্সিমকোর ৪২ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে এ গণসমাবেশের আয়োজন।

কারখানা শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একে জহিরুল ইসলাম বলেন, শ্রমিকরা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও সেখানে শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটি পরিচালনা সম্ভব হচ্ছে না।

Read Entire Article