গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে তারা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা।
শ্রমিকদের ভাষ্য, কারখানার মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করেন। এখন তাদের কী হবে? হাজার হাজার শ্রমিকের পরিবার কীভাবে চলবে। তাই বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক কারখানার সামনের আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন। সেখানে থাকা শ্রমিক নেতারা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শ্রমিকদের সড়ক অবরোধ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে বলেন তারা। কিন্তু শ্রমিকরা বিকেল সাড়ে ৫টা থেকে চন্দ্র-নবীনগর সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিকেল থেকে বিক্ষোভ শুরু করেছেন। একসময় তারা চন্দ্রা-নবীনগর সড়কের পৃথক দুটি স্থানে অবরোধ করেন।
তিনি আরও বলেন, একটি জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য যে জায়গায় অবরোধ করেছেন, সেখান থেকেও তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম