বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারী সমর্থকদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আলাদা জোন বা বিশেষ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এতে নারীরা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে পারবেন। সময়সূচি ও নিয়মাবলি জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা কড়াকড়ি : নিরাপত্তার কারণে জানাজায় আসার সময় কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা পোঁটলা বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রবেশ ও শৃঙ্খলা : জানাজা শুরুর অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি জানা

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারী সমর্থকদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আলাদা জোন বা বিশেষ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এতে নারীরা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে পারবেন।

সময়সূচি ও নিয়মাবলি

জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা কড়াকড়ি : নিরাপত্তার কারণে জানাজায় আসার সময় কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা পোঁটলা বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রবেশ ও শৃঙ্খলা : জানাজা শুরুর অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সার্বিক প্রস্তুতি

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী দলও মোতায়েন থাকবে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভিড় সামাল দিতে এবং সবার জানাজায় অংশগ্রহণ সহজতর করতে ট্রাফিক ও জননিরাপত্তার সব দিক খতিয়ে দেখা হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকা অভিমুখে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে বিএনপি ও প্রশাসন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow