বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী : খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও প্রতিহিংসা পরায়ন হয়ে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশে বিনা কারণে ও বিনা অপরাধে তাকে জেলে পাঠিয়েছে। তাকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হেঁটে হেঁটে কারাগারে ঢুকেছেন, আর চরম অসুস্থ হয়ে হুইলচেয়ারে করে বের হয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী পৌরসভা মিলনায়তনে শহর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপে
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও প্রতিহিংসা পরায়ন হয়ে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশে বিনা কারণে ও বিনা অপরাধে তাকে জেলে পাঠিয়েছে। তাকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে পাঠিয়ে নির্যাতন করা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে তিলে তিলে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি হেঁটে হেঁটে কারাগারে ঢুকেছেন, আর চরম অসুস্থ হয়ে হুইলচেয়ারে করে বের হয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নরসিংদী পৌরসভা মিলনায়তনে শহর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল।