বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

2 hours ago 5

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে আমরন অনশনে থাকা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ । পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে । 

এদিকে রাত সাড়ে ১১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ কয়েকজন শিক্ষক।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান তারা। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আমরন অনশনে অনড় থাকবেন বলে জানান। পরে চিকিৎসক ডেকে এনে  সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় যা সময়সাপেক্ষ। কিন্তু এটা যাতে ধীরগতিতে না হয়, আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি।

এর আগে সকাল ১১ টার থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করা ও আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কয়েকজন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের উত্তর গেটে সামনে অনশনে বসেন। বিকেলের দিকে আরো বেশ কিছু শিক্ষার্থী  তাদের সাথে যোগ দেন। 

এদিকে আন্দোলনে সংহতি জানিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। 

অনশনকারী শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে ব্যবস্থা নিতে না দেখি তবে এই রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি আন্দোলনের সূচনা হবে।

Read Entire Article