চার দিকে অথই জল। তাতে ভাসছে সবুজ কচুরিপানা আর সাদা শাপলা। কাচ স্বচ্ছ পানির নিচে হাজারো জলজ উদ্ভিদ। সামনে তাকালেই নজরে পড়ে উড়ন্ত বা ডুব সাঁতার খেলা বক, কালিম, বালি হাঁস, পানকৌড়ি, শামুকখোলসহ নানা পাখির ঝাঁক। শীতে অতিথি পাখির মেলা বসে। কলকাকলিতে ভরে ওঠে চারিদিক। সৌন্দর্যের ডালা বিছানো এ জলাশয়ের নাম গরিলা বিল। বিশালকায় সেই বিলের মাঝে অনেক উঁচু এক খণ্ড ভূমি; যা সবুজ গাছপালায় ঢাকা-নাম ‘যোগীর... বিস্তারিত