বেদনার জায়নামাজ: জীবনের গভীর জিজ্ঞাসা
নুরুজ্জামান হোসাইন ‘তোমরা বল, ইশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ,/ আমি বলি, ইশ্বরের সর্বোত্তম সুন্দর সৃষ্টি মৃত্যু।’ লাইন দুটি তরুণ কবি কয়লা সানজুর কাব্যগ্রন্থ ‘বেদনার জায়নামাজ’ থেকে উল্লেখ করছি। কারণ এটি একটি গভীর মানবিক অনুভূতির কবিতার বই। এখানে মৃত্যু, জীবন, শোক, সময়, রাজনীতি ও মানুষের নীরব কষ্ট—সবকিছুই কবি অত্যন্ত সহজ-সরল ভাষায় প্রকাশ করেছেন। প্রথম কবিতা ‘যে কান্না কেউ শোনে না’য় সমাজের অবহেলা, ভাঙন ও নীরব অবিচারের প্রতীক হিসেবে ‘কান্না’কে ব্যবহার করেছেন। বইয়ের অন্যতম কবিতা ‘বেদনার জায়নামাজ’। এই কবিতায় স্রষ্টার কাছে বা জীবনের কাছে গভীর জিজ্ঞাসা, যন্ত্রণা বা আবেগ ফুটে উঠেছে। এ ছাড়া ‘যাত্রা’ কবিতায় বিশ্বের গোলাকার আকৃতি দেখার জন্য এভারেস্ট চূড়ায় পৌঁছানোর প্রতীকী চেষ্টার মাধ্যমে জীবনের রুদ্ধতা থেকে মুক্তি পাওয়ার এবং ‘মানুষের জয় হোক’ বলার তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়। এটি নারী-পুরুষের স্বাভাবিকতা এবং সমাজের বাঁধাধরা নিয়মের বিরুদ্ধে এক মৃদু বিদ্রোহ। বইয়ের ভালো লাগা কয়েকটি কবিতার শিরোনাম হলো—‘মুখোমুখি’, ‘ভ্রান্তি’, ‘বড়ো মানুষ’, ‘শিখর’, ‘অভ্যেস’, ‘পরচর্চা’, ‘দূরত্ব’, ‘নিঃসঙ্গ বোকা’, ‘কালচক্
নুরুজ্জামান হোসাইন
‘তোমরা বল, ইশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ,/ আমি বলি, ইশ্বরের সর্বোত্তম সুন্দর সৃষ্টি মৃত্যু।’ লাইন দুটি তরুণ কবি কয়লা সানজুর কাব্যগ্রন্থ ‘বেদনার জায়নামাজ’ থেকে উল্লেখ করছি। কারণ এটি একটি গভীর মানবিক অনুভূতির কবিতার বই। এখানে মৃত্যু, জীবন, শোক, সময়, রাজনীতি ও মানুষের নীরব কষ্ট—সবকিছুই কবি অত্যন্ত সহজ-সরল ভাষায় প্রকাশ করেছেন।
প্রথম কবিতা ‘যে কান্না কেউ শোনে না’য় সমাজের অবহেলা, ভাঙন ও নীরব অবিচারের প্রতীক হিসেবে ‘কান্না’কে ব্যবহার করেছেন। বইয়ের অন্যতম কবিতা ‘বেদনার জায়নামাজ’। এই কবিতায় স্রষ্টার কাছে বা জীবনের কাছে গভীর জিজ্ঞাসা, যন্ত্রণা বা আবেগ ফুটে উঠেছে।
এ ছাড়া ‘যাত্রা’ কবিতায় বিশ্বের গোলাকার আকৃতি দেখার জন্য এভারেস্ট চূড়ায় পৌঁছানোর প্রতীকী চেষ্টার মাধ্যমে জীবনের রুদ্ধতা থেকে মুক্তি পাওয়ার এবং ‘মানুষের জয় হোক’ বলার তীব্র আকাঙ্ক্ষা দেখা যায়। এটি নারী-পুরুষের স্বাভাবিকতা এবং সমাজের বাঁধাধরা নিয়মের বিরুদ্ধে এক মৃদু বিদ্রোহ।
বইয়ের ভালো লাগা কয়েকটি কবিতার শিরোনাম হলো—‘মুখোমুখি’, ‘ভ্রান্তি’, ‘বড়ো মানুষ’, ‘শিখর’, ‘অভ্যেস’, ‘পরচর্চা’, ‘দূরত্ব’, ‘নিঃসঙ্গ বোকা’, ‘কালচক্র’, ‘বেদনার জায়নামাজ’, ‘মুখোশ’ প্রভৃতি। কবিতাগুলো পাঠককে ভিন্নতর অনুভূতি এনে দেবে।
আরও পড়ুন
চেয়ারের মুখোমুখি: আত্মঘাতী বিমূর্ত উদযাপন
গাভী বিত্তান্ত: প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের মনস্তাত্ত্বিক দলিল
এটি এমন একটি কবিতা-সংকলন, যা মানুষের ভেতরের চাপা-ক্ষোভ, দুঃখ এবং সংগ্রাম—সবকিছুকে নিপুণভাবে তুলে ধরেছে।
বইটির ভাষা সহজ, আবেগঘন এবং ভেতরে ভেতরে দার্শনিক তত্ত্ব। এই বইয়ের কবিতাগুলোয় প্রেম, শোক, রাজনীতি, ইতিহাস, জীবনের ক্ষুদ্র বেদনাও জায়গা পেয়েছে।
তাই কখনো কখনো মনে হবে, কবিতাগুলো মানুষের ভেতরের অব্যক্ত যন্ত্রণা, আশাভঙ্গ এবং সমাজের প্রতি এক চাপা ক্ষোভের প্রতিচ্ছবি। আশা করি বইটি সবার কাছে ভালো লাগবে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।
বই: বেদনার জায়নামাজ
লেখক: কয়লা সানজু
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
প্রকাশকাল: বইমেলা ২০২৫
প্রকাশনী: দূরবীণ
বিনিময়: ২৫০ টাকা।
এসইউ/এএসএম
What's Your Reaction?