গুঞ্জন ছিল মৌসুম শেষে বেনফিকা ছাড়বেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। সেই গুঞ্জনকে সত্যি করে এবার নিজেই পর্তুগিজ এই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
মৌসুমের শেষ দিনে ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ শিরোপা হাতছাড়া করে বেনফিকা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পার্থক্য গড়তে পারেননি দি মারিয়া। অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্তিং একই সময়ে ভিতোরিয়া দি গিমারায়েসকে ২-০ গোলে... বিস্তারিত