বেনাপোল স্থলবন্দরে আমদানি করা ভারতীয় কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং ৯৩টি গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রফতানি মেইন গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভারতীয় নাগরিক গাড়িচালক জাসপাল সালুজার ছেলে গুরজিৎ সালুজা (৩১) এবং হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদিকে (২৪)... বিস্তারিত