বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে ঢাকাসহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। বাদ যায়নি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর সংলগ্ন বেনাপোল। বেনাপোলের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একত্রিত হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে বর্ডারে এসে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা হাদির খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেনাপোল সীমান্তে বিক্ষোভে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি এবং পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে ছাত্র-জনতাকে বাধা প্রদান করেন। একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেন ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র-জনতার দাবির মুখে ব্যারিকেড সরাতে বাধ্য হয় বিজিবি। তবে নোম্যান্সল্যান্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি। দুই দেশের মূল সীমানা থেকে ১০০ গজের ভেতর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে ঢাকাসহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। বাদ যায়নি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর সংলগ্ন বেনাপোল। বেনাপোলের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একত্রিত হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে বর্ডারে এসে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা হাদির খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বেনাপোল সীমান্তে বিক্ষোভে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি এবং পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে ছাত্র-জনতাকে বাধা প্রদান করেন। একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেন ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র-জনতার দাবির মুখে ব্যারিকেড সরাতে বাধ্য হয় বিজিবি। তবে নোম্যান্সল্যান্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুই দেশের মূল সীমানা থেকে ১০০ গজের ভেতরে অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
What's Your Reaction?