বেনাপোলে ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

3 months ago 9

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১৭ মে) দুপুরে যশোর ৪৯ বিজিবির এক প্রেস নোটে জানায়, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনের সড়কে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় এসএ পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যানে করে চোরাকারবারিরা কয়েক বস্তাভর্তি মালামাল নিয়ে আসে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) জব্দ করে। যার সিজার মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/জেডএইচ/জেআইএম

Read Entire Article