বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীরকে সরানো হলো

2 months ago 6

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট প্রেষণে বেবিচক চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন উপ-পরিচালক (এভ-সেক, কিউঅ্যান্ডআই) নিয়োগ পেয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব আহমেদ তাওয়াব। এ জন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/জিকেএস

Read Entire Article