বেশি দামে টিকিট বিক্রি, শ্যামলী এন আর ট্রাভেলসকে জরিমানা

4 months ago 36

ঈদযাত্রায় অতিরিক্ত দামে বাসের টিকিট বিক্রি করায় শ্যামলী এন আর ট্রাভেলসকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে কাউন্টারটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

ভোক্তা অধিদপ্তর জানায়, শ্যামলী এন আর ট্রাভেলসের বিক্রিত টিকিট পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক দামে টিকিট বিক্রি করা হয়েছে। কাউন্টারের ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ এ অপরাধ স্বীকার করেন।

এসময় কাউন্টারটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বেশি দামে টিকিট বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার করেন ম্যানেজার।

এনএইচ/জেডএইচ/জেআইএম

Read Entire Article