বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

2 months ago 29

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও মেমো না দেওয়ার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমকেএম রায়হানুর রহমান।

মেসার্স রাজিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মৃত গণেশ চন্দ্র কুন্ডুর ছেলে রাজিব কুন্ডুকে পাঁচ হাজার জরিমানা করা হয়।

রাজিব সরকার নির্ধারিত ডিএপি সার ২১ টাকার জায়গায় ২৮ টাকা এবং পটাশ ২০ টাকার জায়গায় ২২ টাকায় বিক্রি করছিলেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান বলেন, জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

Read Entire Article