লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ১৪ পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর উপজেলা বাস টার্মিনাল ও ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের এ অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত চেয়ার কোচগুলোর মধ্যে, ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনকে ১০ হাজার টাকা, জোনাকি পরিবহনকে তিন হাজার টাকা, ইকোনো পরিবহনকে ৩ হাজার টাকা এবং চাঁদপুরগামী ১০ জন সিএনজিচালিত অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাচ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারকোচসহ অটোরিকশা চালকদের জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন পরিবহনের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম