বেসামাল বাজার
নিত্যপণ্যের দাম কমছে না। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও বাজারে তার প্রভাব লক্ষ করা যাচ্ছে না। মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়মিত বাজার মনিটর করছে। ছাত্ররা ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে। একজন তরুণ উপদেষ্টা একদিন ছদ্মবেশে বাজার পরিদর্শন করে সংশ্লিষ্টদের দরকারি নির্দেশনা দেন। প্রচেষ্টা রয়েছে কিন্তু তারপরও প্রায় সব জিনিসের দাম চড়া। নাভিশ্বাস অবস্থা জনগণের। সীমিত আয়ের নিম্ন-মধ্যবিত্ত এবং দৈনিক আয়নির্ভর শ্রমজীবী মানুষের কষ্টের শেষ নেই। বাজারের আগুনে পুড়ছে তাদের ন্যূনতম চাহিদার ফর্দ। নিম্ন আয়ের মানুষকে কিছুটা কম দামে পণ্য দিতে সরকার টিসিবির