বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

2 days ago 12
ফেনীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অপহরণের শিকার কিশোরীকে চার মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত সুজন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পিবিআই সূত্রে জানা গেছে, গত ৪ জুন সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফেনী সদরে নানার বাড়িতে আসার সময় রাস্তা থেকে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফেনী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন। ট্রাইব্যুনাল অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দেন। আরও জানা গেছে, দায়িত্ব পাওয়ার পর পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে লালমাই বাজার থেকে আসামি সুজন ভূঁইয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে লালমাইয়ের বাগমারা উত্তর ইউনিয়ন থেকে মামলার ভিকটিমকে (১৫) উদ্ধার করে। ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসমা আরা জাহান কালবেলাকে বলেন, এ ঘটনায় আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read Entire Article