বেয়াদবি করলে দিল্লি ধরে টান দেবো: মুফতি কাজী ইব্রাহিম

3 weeks ago 13

ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীম বলেছেন, মুসলিমদের থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে নিয়েছে। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দেবে কার কাছে? তুমি তো অন্যায় করেছো। ভারত যদি বেয়াদবি করে তাহলে আমরা আসল দাবি তুলবো। তখন দিল্লি ধরে টান দেবো।

মঙ্গলবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাজী ইব্রাহীম।

মুফতি কাজী ইব্রাহীম বলেন, ভারতকে বলবো তুমি তোমারটা নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো, তাহলে তোমারটা নিয়ে টান দেবো। আমরা ডিফেন্সিভ জাতি, আক্রান্ত হলে আমরা সবাই রয়েল বেঙ্গল টাইগার। ভারতকে বলছি, মোদীকে বলছি, আমাদের নিয়ে নাক গলাইয়েন না। ড. ইউনুস আছে, তাকে দেশটা চালাতে দেন। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন।

তিনি আরও বলেন, ভারতকে তো কেউ দেখতে পারে না। মালদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি। বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানায়নি। তারা বাংলাদেশ নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না। তাদের ভালোবাসার আবহে রাখা হয়েছে। হিন্দুরা বলছে আমরা ভালো আছি, নিরাপদে আছি। কিন্তু ভারত বলছে তারা সুখে নেই।

আরও পড়ুন: ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। কোনো অভিযোগ না পেয়েও ভুয়া মামলা দিয়েছে। যখন গ্রেফতার করে ডিবি অফিসে নেওয়া হয়, তখন ডিবিপ্রধান হারুনকে কবিতা শুনিয়েছিলাম। পরে তিনি কফি খাওয়ালেও ঠিকই মামলা দেন। সেই মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে ১৬ মাস ফাঁসির সেলে ছিলাম। আমি কখনো কোনো দলের রাজনীতি করিনি। যখন যে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়েছি। অন্যায়ভাবে লোহার হাতকড়া পরানো হয়েছে, নির্যাতন করা হয়েছে।

অভিযোগ করে তিনি বলেন, আমরা জালিমের বিরুদ্ধে মামলা দেবো। কিন্তু ভাগ্যের কী পরিহাস আমার ডান হাত আনিসুর রহমান সোহাগকে আমাদের মামলায় গ্রেফতার করা হয়েছে। বাদী নিজেও তার নাম দেয়নি। অথচ রানা নামের একজন ব্যবসায়ী তাকে এ মামলায় জড়িয়ে দিয়েছে। এর আগে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলাম, রানা বাদী হয়েও সেই মামলা করেছিল।

এমএএস/এমএইচআর

Read Entire Article