বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো কৃষকের বসতবাড়ি

15 hours ago 6

সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নিকাণ্ডে শহিদ সরকার নামের এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে টিনের একটি ঘর ও আসবাবপত্রসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার দাবারিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বাড়ির বিদ্যুৎ লাইনের শর্ট‍ সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহজাহান মোল্লা জাগো নিউজকে বলেন, ৯৯৯- এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ওই কৃষকের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এম এ মালেক/কেএসআর

Read Entire Article