বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ

1 month ago 12

আহ্বায়ক কমিটি ঘোষণার একদিন পর পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের এক নেতা। তার নাম মাসুম বিল্লাহ। তিনি যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থী। তিনি কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে মঙ্গলবার রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। জেলায় সংগঠনের সদস্যসচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে কমিটি ঘোষণার একদিন পর যুগ্ম-আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়ে বুধবার বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে যারা সমাজের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের মানবিক গুণাবলীও প্রশ্নবিদ্ধ। এ কমিটির অধীনে কাজ করলে আমার নৈতিক গুণাবলীর অধঃপতন হবে বলে আশঙ্কা প্রকাশ করছি। আমার নৈতিক ও মানবিক গুণাবলী অক্ষুণ্ণ রাখার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদ্য ঘোষিত কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি। তবে শিক্ষার্থীদের যৌক্তিক সব দাবির সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকব।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

Read Entire Article