বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নির্বাচনে চলছে ভোটগ্রহণ

2 months ago 6

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনাররা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন। প্রার্থী ও ভোটাররা নির্বাচনী আমেজে কাউন্সিলে অংশগ্রহণ করছেন এবং পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটে ভোট দিচ্ছেন।

বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে সোমবার প্রথম কাউন্সিল সামনে রেখে সংগঠনটির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নির্বাচনে চলছে ভোটগ্রহণ

সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ), সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম নিরব,‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক মো. ইনামুল হাসান (হাসান ইনাম) এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মুখপাত্র পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান, কমিশনার ওয়াহিদুজ্জামান এবং কমিশনার মুহাম্মদ রাকিব দায়িত্ব পালন করছেন।

এনএস/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article