বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের সন্ধান চেয়ে মানববন্ধন 

4 hours ago 6
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা।  জানা গেছে, খালিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। খালিদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ায়। গত তিনদিন ধরে খোঁজ মিলছে না তার। মানববন্ধনে খালিদ হাসানের বাবা লুৎফর রহমান বলেন, আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। তার বন্ধু আছে না কি শত্রু আছে সেটাও আমি জানি না। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন। তিনি আরও বলেন, খালিদের ইচ্ছা ছিল দেশকে স্বাধীন করার, সেটা সফল হয়েছে। তার কি হয়েছে আমি জানি না। দিন নাই, রাত নাই, আজ এই অফিস, কাল ওই অফিস দৌড়াদৌড়ি করছি, কোন কাজ হচ্ছে না। সে যে অবস্থায় থাকুক, তাকে উদ্ধার করে দিন। আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, জুলাই আন্দোলনের সময় যারা সক্রিয় ছিল, তাদের বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খালেদ কয়েকদিন থেকে নিখোঁজ। আমরা খালেদের সন্ধান চাই। সহসমন্বয়ক সরদার নাদিম শুভ বলেন, খালেদ হাসান ৭২ ঘণ্টা ধরে নিখোঁজ। অথচ পুলিশ কোনো খোঁজ নিচ্ছে না। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে প্রশ্ন করে বিষয়টিকে ‘লজ্জা’ বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনো খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি। প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজে খালিদকে সর্বশেষ গত শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাবির দোয়েল চত্বরে দেখা গেছে। এরপর গত তিন দিন ধরে তার কোনো খোঁজ নেই।
Read Entire Article