বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

5 months ago 57

সার্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক সমিতির সদস্যরা কর্মবিরতি পালন করেন।

এসময় বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, কোনো ক্লাস হচ্ছে না। একই সঙ্গে কোনো পরীক্ষাও হচ্ছে না। কর্মবিরতির পাশাপাশি দুপুর ১১টার দিকে শিক্ষকরা বাকৃবির শিক্ষক কমপ্লেক্সের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন।

গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, এ আন্দোলন আগামীকালও চলমান থাকবে। অর্ধদিবস কোনো ক্লাস নিবেন না শিক্ষকরা। আমাদের একটা দাবি বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিল করতে হবে।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

Read Entire Article