‘বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে অগ্র সেনানী ছিলেন ছিদ্দিকুল ইসলাম’

1 month ago 22

মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক, বিশিষ্ট লেখক, গবেষক, চিন্তাবিদ ও প্রয়াত শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বাদুরতলা হারেছ শাহ লেন ছিদ্দিকুল ইসলাম চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক, সাংস্কৃতিক, যুব, ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য মো. ডা. আবুল কাসেম। সাবেক সভাপতি বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক ছিলেন বেওয়ারিস সেবা ফাউন্ডেশন ও বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অগ্র সেনানী ছিলেন প্রয়াত শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম। তিনি মৃত্যুর আগ পর্যন্ত একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে গেছেন। বর্তমানে যুবকরা তার পথ অনুকরণ ও অনুসরণ করছে। ছিদ্দিক ভাইয়ের কাছে সবাই সমান ছিল। কখনো তিনি কাউকে ছোট-বড়, ধনী-গরিব বিবেচনা করেননি। দল-মত নির্বিশেষে তিনি সবাইকে সহযোগিতা করেছেন। আজ ছিদ্দিক ভাইয়ের অভাব অপূরণীয়। আমরা ছিদ্দিক ভাইয়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাদুরতলা কাপাসগোলা আংশিক মহল্লা কমিটি সভাপতি শহীদুল ইসলাম খসরু, দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটির সভাপতি মো. মনজুর আলম, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটি সভাপতি মিজানুর রহমান সুমন, আব্দুস সামাদ, প্রকৌশলী কামাল পাশা, আনোয়ারুল আলম পারভেজ, লায়ন আবু নাসের রনি, আজহারুল ইসলাম রুবেল, মো. জানে আলম, রুবেল সিদ্দিকী প্রমুখ।

‘সূর্য সাথী’ নেতাদের মধ্যে ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মানসিব, আসিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. রবিউল হোসেন, কামরুল হাসান, নুরুল আলম নুরু, আবির, তানিম, তাহের, মাহিন, ইজাজ, সাকিব, আকিব, আশিকুল ইসলাম, মতিউর রহমান মুন্না, মিঠু, বেলাল ও মো. মাছুম। 

সভা শেষে প্রয়াত ছিদ্দিকুল ইসলামের মাগফিরাতসহ দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন সল্ট গোলা বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মো. হোসেন আল কাদেরী।

Read Entire Article