বোমা মেরে পালানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

দেশীয় অস্ত্র নিয়ে ঘরের সামনে একে একে জড়ো হয় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল। দরজা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটি। পরে জানা গেছে ভিডিওর আসল ঘটনা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ধারাল রামদা হাতে নিয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারীরা।  টের পেয়ে তাদের প্রতিরোধ করে রাজা মিয়া। চিৎকার শুরু করে পরিবারের লোকজন। এই প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ডাকাতরা। পালিয়ে যাওয়ার সময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাজা মিয়া। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী রাজা মিয়া বলেন, আমার বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা। পরে ব্যর্থ হয়ে সামনের দরজা ভাঙার সময় টের পাই। এ সময় প্রস্তুতি নিয়ে তাদের প্রতিরোধ করি এব

বোমা মেরে পালানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
দেশীয় অস্ত্র নিয়ে ঘরের সামনে একে একে জড়ো হয় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল। দরজা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে ভাইরাল হয় ভিডিওটি। পরে জানা গেছে ভিডিওর আসল ঘটনা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ধারাল রামদা হাতে নিয়ে তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুখোশধারীরা।  টের পেয়ে তাদের প্রতিরোধ করে রাজা মিয়া। চিৎকার শুরু করে পরিবারের লোকজন। এই প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ডাকাতরা। পালিয়ে যাওয়ার সময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রাজা মিয়া। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী রাজা মিয়া বলেন, আমার বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা। পরে ব্যর্থ হয়ে সামনের দরজা ভাঙার সময় টের পাই। এ সময় প্রস্তুতি নিয়ে তাদের প্রতিরোধ করি এবং ভয়ে তারা পালিয়ে যায়। এই ঘটনার পর আমি ও আমার পরিবার চরম আতঙ্কে আছি। এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে। পরে বাধার মুখে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভিডিওতে চেহারা না বোঝা যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow