বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা, গ্রেফতার ২

3 months ago 52

যশোরের বেনাপোলে বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা হত্যার ঘটনায় করা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালি ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. জামাল হোসেন/জেডএইচ/জেআইএম

Read Entire Article