‘ব্যাচেলর পয়েন্ট’র বোরহান ভাইকে কমবেশি অনেকেই চেনেনে। এই বোরহান ভাইকে এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। নতুন একটি ধারাবাহিক সিরিজে অভিনয় করেছেন তিনি। এর নাম ‘পাগলা হাওয়া’।
ডিজিটালাইজেশনের বদৌলতে বদলে যাওয়া আবহমান গ্রাম-বাংলার সমাজ ব্যবস্থায় সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানানরকম মজার ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে এটি। গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেল প্রযোজিত, নাহিদ হাসনাতের রচনা ও পরিচালনায় ধারাবাহিক সিরিজটির ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেও যুক্ত আছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।
তিনি জানান, এ সিরিজে ভিন্ন এক লুকে দেখা যাবে অভিনেতাকে। এ ধরনের চরিত্রে তাকে আগে কোনো গল্পে দেখা যায়নি।
আরও পড়ুন:
এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজীসহ আরও অনেকে।
জীবন নিশ্চিত করেন, খুব শিগগিরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
এলএ/এমএমএফ/এমএস