বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17 hours ago 10

 

ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলায় রান্নাঘর থে‌কে সাথী বেগম (২৩) না‌মে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। সা‌থী বেগম উপ‌জেলার টবগী ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের মুলাইপত্তন গ্রা‌মের মো. আব্দুর র‌হি‌মের স্ত্রী।

বৃহস্প‌তিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দি‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দি‌কে সাথীর শ্বশুরবাড়ির লোকজন রান্নাঘ‌রে সাথীর ঝুলন্ত দে‌খতে পেয়ে ডাক-চিৎকার ক‌রেন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। ত‌বে কি কার‌ণে এমন ঘটনা তা তারা নি‌শ্চিত হ‌তে পা‌রে‌ননি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সি‌দ্দিকুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, সাথী বেগম না‌মে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বিষয়টি তদন্তাধীন।

জু‌য়েল সাহা বিকাশ‌/এমএএইচ/

Read Entire Article