বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

2 months ago 45
বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই আলোচনার কেন্দ্রে। মাঠে বল ও ব্যাট হাতে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় জায়গা করে নেওয়া সাকিব নিজের অর্জন দিয়ে দেশের ক্রিকেটকে গর্বিত করেছেন। তবে ক্যারিয়ারের পথচলায় বিতর্কও কম হয়নি। আইসিসি থেকে নিষেধাজ্ঞা, শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ কিংবা রাজনৈতিক পরিচিতির জন্য সমালোচনা—সবকিছুই তাঁকে ঘিরে আলোচনায় এসেছে।  এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক অধ্যায়। ইংল্যান্ডের বার্মিংহামের কাছাকাছি লাফবরো ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এমনটাই জানিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম। পরীক্ষা শেষে সাকিব আশাবাদী তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না।  কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। গত সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে সাকিব দুই ইনিংসে মোট ৬৩ ওভার বল করে ৯ উইকেট নিয়েছিলেন। যদিও সারের হয়ে এটি ছিল তার একমাত্র ম্যাচ, তবে ম্যাচের দুই আম্পায়ার তার কিছু ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।  বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠার কারণ হিসেবে সাকিবের আঙুলের পুরোনো চোটকেই দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। কারণ এর আগে ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে ৭১২ উইকেট শিকার করা সাকিবের অ্যাকশন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, সাকিবকে তাদের অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষায় তিনি প্রথমে তিন ওভার জোরে বল করেন, এরপর গতি কমিয়ে আরও এক ওভার বোলিং করেন।  পরীক্ষার ফল আসতে এক সপ্তাহ সময় লাগবে। ফলাফল ভালো হলে ইসিবির ম্যাচে খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। পরীক্ষার পর সাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইংল্যান্ড ত্যাগ করেছেন। 
Read Entire Article