বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

2 weeks ago 16

গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায়, ব্যাটিং বা বোলিং করা নিয়ে কথা কাটাকাটির ঘটনা। পাকিস্তানের পাঞ্জাবে এমন এক ঘটনা ঘটেছে যা বিশ্বাস করাই কঠিন। বোলিং করতে না দেওয়ায় দলের অধিনায়ককে গুলি করে হত্যা করেছেন তারই সতীর্থ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে এক প্রীতি ম্যাচে বোলিং করতে না পেরে দলের অধিনায়ক ফখর ইকবালের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এক বোলার। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালকে গুলি করেন সেই খেলোয়াড়। ঘটনাস্থলেই মারা যান অধিনায়ক। শুধু ইকবালকেই গুলি করেননি বোলিং করতে না পারা সেই খেলোয়াড়, করেছেন অধিনায়কের ভাই ও তার চাচাকেও।

গুরুতর আহত অবস্থায় ইকবালের ভাই ও চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৫ আগস্ট) ইকবালের ভাইও মারা যান। বর্তমানে তাদের চাচা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করেছে। ক্রিকেট মাঠে এমন ঘটনায় দুই ভাইয়ের অকালমৃত্যুতে তার পরিবার, বন্ধুদের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়।

Read Entire Article