কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সফরকারীদের ব্যাটিং দেখে ভক্তদের কেউ কেউ ভেবেছিলেন, সিনহালেসি স্টেডিয়ামের উইকেট হয়তো বোলিংবান্ধব। তা না হলে আগের টেস্টে ভালো ব্যাটিং করা বাংলাদেশে এই ম্যাচে পারবে না কেন?
কিন্তু দ্বিতীয় বাংলাদেশ দলের সমর্থকদের ধারণা বদলে দিয়েছেন লঙ্কান ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালরা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২১ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৮৮ রান করে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় সেশনের শুরুতে লাহিরু উদারাকে তাইজুল ফেরান।
এরপর দ্বিতীয় উইকেটে প্রাচীরের মতো দাঁড়িয়ে যান নিশাঙ্কা চান্দিমাল। ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি করে চা-বিরতিতে গেছে লঙ্কান। দ্বিতীয় সেশনের খেলা শেষে বাংলাদেশ থেকে মাত্র ৫৭ রান পিছিয়ে আছে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে...
এমএইচ/জিকেএস