যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে হারিয়ে যেন ভুলই করে ফেলেছেন জ্যামাইকার অবলিক সেভিল। টোকিওতে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস অঙ্গনে কদিন আগেও অবলিক সেবিল যাদের দিকে এগিয়ে গিয়ে কথা বলতেন তারা কেউ এখন সামনে আসেন না। দেখলে চোখ এড়িয়ে চলে যান। হোটেল লবিতে ড্রপ এরিয়াতে নেমে সেভিলকে দেখে দ্রুত পায়ে লিফটের দিকে চলে যান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু অ্যাথলেটকে এমনই দেখা গেছে।
অন্য একটি দেশের অ্যাথলেট... বিস্তারিত