ব্যক্তিগত কারণে মেসিদের কোচের পদত্যাগ

3 days ago 4

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো "টাটা" মার্তিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। খেলাধুলার সংবাদবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

মার্তিনো আনুষ্ঠানিকভাবে তার বিদায় ঘোষণা করবেন ২২ নভেম্বর, শুক্রবার। ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস এবং ফুটবল অপারেশনের সভাপতি রাউল সানলেহির সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। 

২০২৩ সালের জুনে ইন্টার মিয়ামির দায়িত্ব গ্রহণ করেন মার্তিনো, যখন তিনি ফিল নেভিলের স্থলাভিষিক্ত হন। তার নেতৃত্বে দলটি ২০২৩ সালে লিগস কাপ শিরোপা এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতেছিল। সেই সঙ্গে ২০২৪ মৌসুমে এমএলএস  ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছিল দলটি। 

তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলটি খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের কাছে হেরে যায় ইন্টার মিয়ামি। এছাড়া, ২০২৪ লিগস কাপের রাউন্ড অব ১৬ থেকে দলটি বাদ পড়ে। 

মার্তিনোর অধীনে ইন্টার মায়ামি বড় বড় তারকাদের দলে ভিড়িয়েছিল, যার মধ্যে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজের নাম উল্লেখযোগ্য। মেসি ইনজুরির কারণে মৌসুমের অর্ধেকের বেশি সময় মাঠের বাইরে থাকলেও মার্তিনোর কৌশলে দলটি নিয়মিত মৌসুমে অতুলনীয় সাফল্য অর্জন করে। 

ইন্টার মায়ামি ২২-৪-৮ রেকর্ডসহ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে, যা এমএলএস ইতিহাসে নতুন মাইলফলক। দলটি .৭৬৫ জয়ের শতাংশ অর্জন করে আরেকটি রেকর্ড গড়ে। তারা মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরে এমএলএস ইতিহাসে এই কৃতিত্ব অর্জনকারী অষ্টম দল হয়ে উঠে। 

নিয়মিত মৌসুম শেষ হওয়ার পর শিল্ড উপস্থাপন অনুষ্ঠানে ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহাম বলেন, "আমাদের কোচ টাটা, অসাধারণ একটি মৌসুমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্টাফদেরও ধন্যবাদ। ... *গ্রাসিয়াস।*" 

আগামী মৌসুমে ইন্টার মায়ামির নতুন কোচের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৩৪ ম্যাচের এমএলএস মৌসুম ছাড়াও দলটি ক্লাব বিশ্বকাপে অংশ নেবে, যা ২০২৫ সালের জুনে শুরু হবে। এছাড়া, আন্তর্জাতিক প্রাক-মৌসুম সফরও হতে পারে বলে আশা করা হচ্ছে। 

মার্তিনোর বিদায় ইন্টার মিয়ামির জন্য বড় ধাক্কা হলেও তার রেখে যাওয়া সাফল্য ও কৌশল দলটিকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে।

Read Entire Article