ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটকারীদের আটক করতে হবে : কয়েছ লোদী

7 hours ago 5

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
 
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে তাৎক্ষণিক নগরব্যাপী ট্রাকযোগে মাইক নিয়ে সচেনতার জন্য বক্তব্যে তিনি এ কথা বলেন।

লোদী বলেন, আমরা সবসময় বলে আসছি একটি মহল বিভিন্নভাবে সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুষ্কৃতকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সিলেটজুড়ে ‘তৌহিদি জনতা’ বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। 

তিনি বলেন, অবিলম্বে দুষ্কৃতকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করুণ। হামলা-ভাঙচুর ও লুটপাট কোনোভাবে মেনে নেওয়া হবে না। সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারী মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা হামলা-ভাঙচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশের কাছে দিন। তারা আন্দোলনকে পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে যা অত্যন্ত দুঃখজনক।

Read Entire Article