ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

ফরিদপুরের সালথায় ডাকাতিকালে উৎপল সরকার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করেছে পুলিশ। হত্যাকাণ্ডের জড়িত মো. রাজন মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রাজন মোল্যা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্যার ছেলে।  এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে মুকসুদপুর আড়তে যাওয়ার পথে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতদলের আক্রমণে নিহত হন মাছ ব্যবসায়ী উৎপল সরকার। এ ঘটনায় নিহত উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা করেন। তিনি আরও বলেন, মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরুর পরেই একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ওই ভিডিও ফু

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি
ফরিদপুরের সালথায় ডাকাতিকালে উৎপল সরকার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করেছে পুলিশ। হত্যাকাণ্ডের জড়িত মো. রাজন মোল্যা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রাজন মোল্যা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্যার ছেলে।  এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে নিজ বাড়ি থেকে অটোভ্যানযোগে মুকসুদপুর আড়তে যাওয়ার পথে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতদলের আক্রমণে নিহত হন মাছ ব্যবসায়ী উৎপল সরকার। এ ঘটনায় নিহত উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা করেন। তিনি আরও বলেন, মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরুর পরেই একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর শুক্রবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে হত্যাকাণ্ডের জড়িত রাজন মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোভ্যানও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন ডাকাতি ও হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow