ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি- সোয়েব হোসেন

চেয়ার প্রতীকে বড় জয়, সরাসরি বিপুল ভোটে চিতলমারী বাজার কমিটির সভাপতি হলেন সোয়েব হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. সোয়েব হোসেন গাজী। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ৭০৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯০ জন। এতে চেয়ার প্রতীকের প্রার্থী সোয়েব হোসেন ৩৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. শহর আলী গাজী পান ২০০ ভোট। দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পান। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে অনেকে সোয়েবের প্রতি আস্থা ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তিনি ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন। সভাপতি নির্বাচিত হয়ে সোয়েব হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। সবার

ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি- সোয়েব হোসেন

চেয়ার প্রতীকে বড় জয়, সরাসরি বিপুল ভোটে চিতলমারী বাজার কমিটির সভাপতি হলেন সোয়েব হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো. সোয়েব হোসেন গাজী। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

৭০৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৯০ জন। এতে চেয়ার প্রতীকের প্রার্থী সোয়েব হোসেন ৩৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. শহর আলী গাজী পান ২০০ ভোট।

দীর্ঘদিন পর বাজারের ব্যবসায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পান। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে অনেকে সোয়েবের প্রতি আস্থা ব্যক্ত করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তিনি ব্যবসায়ী ও প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

সভাপতি নির্বাচিত হয়ে সোয়েব হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে স্বচ্ছ ও সক্রিয় কমিটি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। সবার জন্য কাজ করাই হবে আমার প্রথম দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow