ব্যর্থতার পর পুরো গ্যাবন দলকে নিষিদ্ধ করল দেশটির সরকার

আফ্রিকার ছোট্ট দেশ গ্যাবন। ছোট্ট এই দেশটি অবশ্য এবার শিরোনামে এসেছে খুবই অদ্ভুত কারণে। আফ্রিকা কাপ অব নেশন্সে লজ্জাজনক পারফরম্যান্সের পর গভীর সংকটে পড়েছে গ্যাবন জাতীয় ফুটবল দল। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ হেরে এক পয়েন্টও না নিয়ে ছিটকে পড়ার পর সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির সরকার। জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মুইয়ুমাসহ পুরো কোচিং স্টাফকে। পাশাপাশি দল থেকে বাদ দেওয়া হয়েছে অধিনায়ক ব্রুনো ইক্যুয়েলে মানগা ও তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক ওবামেয়াংকে। স্পোর্টস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সিমপ্লিস ডিজিরে মামবুল স্বাক্ষরিত এক সরকারি আদেশে জানানো হয়, দলের এই পারফরম্যান্স “রাষ্ট্রের মূল্যবোধ, নৈতিকতা ও পেশাদার ধারার পরিপন্থী”। বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, জাতীয় দলের এই ব্যর্থতা রাষ্ট্রীয় বিনিয়োগের যথাযথ প্রতিফলন নয় এবং ফুটবল ফেডারেশনকে এ ঘটনার পূর্ণ দায় নিতে হবে। মাঠের লড়াইয়ে গ্যাবনের টুর্নামেন্ট মোটেই ভালো যায়নি। প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১–০ গোলে হার, এরপর মোজাম্বিকের কাছে ৩–২ গোলে অপ্রত্যাশিত পরাজয়, আর শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩–২ ব

ব্যর্থতার পর পুরো গ্যাবন দলকে নিষিদ্ধ করল দেশটির সরকার
আফ্রিকার ছোট্ট দেশ গ্যাবন। ছোট্ট এই দেশটি অবশ্য এবার শিরোনামে এসেছে খুবই অদ্ভুত কারণে। আফ্রিকা কাপ অব নেশন্সে লজ্জাজনক পারফরম্যান্সের পর গভীর সংকটে পড়েছে গ্যাবন জাতীয় ফুটবল দল। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ হেরে এক পয়েন্টও না নিয়ে ছিটকে পড়ার পর সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির সরকার। জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখে বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ থিয়েরি মুইয়ুমাসহ পুরো কোচিং স্টাফকে। পাশাপাশি দল থেকে বাদ দেওয়া হয়েছে অধিনায়ক ব্রুনো ইক্যুয়েলে মানগা ও তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক ওবামেয়াংকে। স্পোর্টস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সিমপ্লিস ডিজিরে মামবুল স্বাক্ষরিত এক সরকারি আদেশে জানানো হয়, দলের এই পারফরম্যান্স “রাষ্ট্রের মূল্যবোধ, নৈতিকতা ও পেশাদার ধারার পরিপন্থী”। বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, জাতীয় দলের এই ব্যর্থতা রাষ্ট্রীয় বিনিয়োগের যথাযথ প্রতিফলন নয় এবং ফুটবল ফেডারেশনকে এ ঘটনার পূর্ণ দায় নিতে হবে। মাঠের লড়াইয়ে গ্যাবনের টুর্নামেন্ট মোটেই ভালো যায়নি। প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১–০ গোলে হার, এরপর মোজাম্বিকের কাছে ৩–২ গোলে অপ্রত্যাশিত পরাজয়, আর শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩–২ ব্যবধানে হার—তাও ২–০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ হারানো, সব মিলিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশে। দলের পারফরম্যান্স নিয়ে স্থানীয় গণমাধ্যমে তীব্র সমালোচনা হয়েছে। কৌশলগত ভুল, রক্ষণভাগের দুর্বলতা, দলগত সমন্বয়ের অভাবের পাশাপাশি মাঠের ফলাফল ও সরকারি ব্যয়ের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। এদিকে দলের সবচেয়ে বড় তারকা ওবামেয়াংয়ের বিষয়টিও বিতর্ক উসকে দিয়েছে। দ্বিতীয় ম্যাচের পর বাম উরুর চোটের কথা বলে তিনি শিবির ছাড়েন এবং শেষ ম্যাচে আর খেলেননি। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সরাসরি ফ্রান্সে ফিরে মার্সেই ক্লাবে যোগ দেন। গ্যাবন ফুটবল ফেডারেশনের দাবি, চিকিৎসক দলের সিদ্ধান্তেই তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে অব্যাহতি দেওয়া হয়। তবে সবকিছু মিলিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের করুণ ব্যর্থতা গ্যাবন ফুটবলের জন্য শুধু ক্রীড়াজগতের ঘটনা নয়, বরং রাজনৈতিক পরিণতিও বয়ে এনেছে। দল কবে ফিরবে, নতুন করে কীভাবে গড়া হবে—এখন সেটিই বড় প্রশ্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow