ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোনের পরিকল্পনা বিএনপির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণ গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। সব আইন পরিবর্তন করা সম্ভব না হলেও প্রক্রিয়া সহজীকরণ করা যাবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী তরুণদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেন এবং সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। তারেক রহমান বলেন, বাংলাদেশের অনেক তরুণ বিদেশে পড়াশোনা করতে চাইলেও ভিসা ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কারণে তা সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর চিন্তাভাবনা করছে বিএনপি। পরিবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, আগের সরকার কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। চাঁদাবাজি বন্ধে বিএনপির অবস

ব্যাংক ঋণ সহজীকরণ ও স্টুডেন্ট লোনের পরিকল্পনা বিএনপির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণ গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। সব আইন পরিবর্তন করা সম্ভব না হলেও প্রক্রিয়া সহজীকরণ করা যাবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী তরুণদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেন এবং সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।

তারেক রহমান বলেন, বাংলাদেশের অনেক তরুণ বিদেশে পড়াশোনা করতে চাইলেও ভিসা ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কারণে তা সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর চিন্তাভাবনা করছে বিএনপি।

পরিবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, আগের সরকার কথিত উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশ ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ রক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

চাঁদাবাজি বন্ধে বিএনপির অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, বিএনপি বিষয়টিকে দুইভাবে দেখে—একটি হলো প্রফেশনাল ক্রিমিনাল, অন্যটি সিজেনাল ক্রিমিনাল। তিনি বলেন, সরকার যদি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলে সঙ্গে সঙ্গে অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। বাকি অংশ প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

এক কথায়, বিএনপি ক্ষমতায় এলে নারী ও পুরুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow