ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

3 weeks ago 24

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার শান্তি কামনা, গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

jagonews24.com

রাষ্ট্রদূত তার বক্তব্যে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বিজয় বাংলাদেশের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, সেই চেতনায় উদ্ভাসিত হয়ে আমরা অতীতের ভুল-ত্রুটি শুধরে নিয়ে একটি বিজয়ী জাতি হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করতে সক্ষম হবো। নতুন প্রজন্মের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশসহ পুরো পৃথিবীকেই বদলে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয় দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ট্রাভেলার অন ফুটের পদব্রাজক সাইফুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে শিশুদের নিয়ে গাছের চারা রোপণ করেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাসের বিভিন্ন কর্মসূচির মধ্যে গত ১২ ডিসেম্বর ব্যাংককের রেডক্রস সোসাইটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়া, ১৫ ডিসেম্বর ব্যাংককের টার্ড থাই ক্রিকেট স্টেডিয়ামে দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড ক্রিকেট ক্লাব আয়োজিত টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার স্থানীয় ক্রিকেট দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়।

রাষ্ট্রদূত চ্যাম্পিয়ন দলসহ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে নিউজিল্যান্ড ও শ্রীলংকার রাষ্ট্রদূত ছাড়াও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেএসআর/

Read Entire Article