ব্যাংকের কিস্তি পরিশোধ বন্ধের ঘোষণা দেশের মোবাইল ব্যবসায়ীদের

দেশের মোবাইল ফোন বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের চলমান আন্দোলন ও দোকানপাট বন্ধ কর্মসূচি চলাকালীন সকল প্রকার ব্যাংক ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।  শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের এই সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই খাতের সঙ্গে দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক সরাসরি যুক্ত। মোবাইল ব্যবসা খাতে সারাদেশে ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বিনিয়োগ করেছে। এতদিন এই খাত থেকে ব্যাংকগুলো নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে কিস্তি আদায় করেছে, কারণ আমাদের ব্যবসা ছিল সচল, বৈধ এবং ধারাবাহিক। আরও বলা হয়, বর্তমানে যে আন্দোলন চলছে, তার কারণে সারাদেশে মোবাইল ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ। ব্যবসা কার্যত সম্পূর্ণ স্থবির। আয় নেই, লেনদেন নেই, স্বাভাবিক কার্যক্রম নেই। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোর কোনো গ্রহণযোগ্য সমাধান এখনো আসেনি। এই বাস্তবতায় আমাদের পক্ষে ব্যাংক ঋণের ক

ব্যাংকের কিস্তি পরিশোধ বন্ধের ঘোষণা দেশের মোবাইল ব্যবসায়ীদের

দেশের মোবাইল ফোন বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের চলমান আন্দোলন ও দোকানপাট বন্ধ কর্মসূচি চলাকালীন সকল প্রকার ব্যাংক ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের এই সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই খাতের সঙ্গে দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক সরাসরি যুক্ত। মোবাইল ব্যবসা খাতে সারাদেশে ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বিনিয়োগ করেছে। এতদিন এই খাত থেকে ব্যাংকগুলো নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে কিস্তি আদায় করেছে, কারণ আমাদের ব্যবসা ছিল সচল, বৈধ এবং ধারাবাহিক।

আরও বলা হয়, বর্তমানে যে আন্দোলন চলছে, তার কারণে সারাদেশে মোবাইল ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ। ব্যবসা কার্যত সম্পূর্ণ স্থবির। আয় নেই, লেনদেন নেই, স্বাভাবিক কার্যক্রম নেই। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোর কোনো গ্রহণযোগ্য সমাধান এখনো আসেনি। এই বাস্তবতায় আমাদের পক্ষে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়। এ কারণে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, চলমান আন্দোলন ও দোকানপাট বন্ধ কর্মসূচি চলাকালীন সকল প্রকার ব্যাংক ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসার বৈধতা, স্থায়িত্ব ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে। আমাদের এই খাত সেই যাচাই প্রক্রিয়া পেরিয়েই ব্যাংক ঋণ পেয়েছে। অর্থাৎ আমরা অবৈধ নই, আমরা অনানুষ্ঠানিক নই, আমরা কোনো ছায়া অর্থনীতির অংশ নই।

সংগঠনটি জানায়, আজ যারা আমাদের অবৈধ বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই শিল্পে ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগই আমাদের বৈধতার সবচেয়ে বড় প্রমাণ। ব্যবসা বন্ধ রেখে, দোকান বন্ধ রেখে, আয়ের পথ বন্ধ রেখে কোনো ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ জানায়, আমাদের দাবি খুব স্পষ্ট, ন্যায্য সমাধান চাই। সমাধান এলেই ব্যবসা চলবে, ব্যবসা চললেই ব্যাংক কিস্তি চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow