ব্যাটার লিটনের সেরাটা চান ক্যাপ্টেন থিসারা

1 week ago 12

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে তার নিজের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। ওয়ানডেতে লিটন দাসের স্কোর ছিল মোটে ৬ রান (২,৪ ও ০)। আর টি-টোয়েন্টি সিরিজ জেতা অধিনায়ক লিটনের ব্যাটিংয়ের অবস্থাও ছিল বেশ খারাপ (০, ৩ , ১৪)।

কিন্তু দল সিরিজ জেতায় অধিনায়ক লিটন দাস হয়েছেন নন্দিত। তার অধিনায়কত্বও অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। অনেকেরই মতে, ব্যাট হাতে দলকে কিছু দিতে না পারলেও অধিনায়ক লিটনের অবদান ছিল দারুণ।

ধারণা করা হচ্ছিল, ঢাকাই সিনেমার মেগাস্টার খানের দল ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হবেন লিটনই। কিন্তু দলটির ফ্র্যাঞ্চাইজি ও টিম ম্যানেজমেন্টের ভাবনা ভিন্ন। তারা লিটন ক্যাপ্টেন্সি দেয়নি। লিটনের বদলে অধিনায়ক করা হয়েছে লঙ্কান ক্রিকেটের পরিচিত মুখ এক সময়ের সফল পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরাকে।

অধিনায়ক হিসেবেই এবারের বিপিএল শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে প্রেস কনফারেন্সে আসলেন থিসারা। রোববার দুপুর ১২টা নাগাদ শেরে বাংলার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হলেন তিনি।

থিসারার কথা শুনে মনে হলো, লিটন দাসের ওপর থেকে চাপ কমাতেই তাকে অধিনায়ক করা হয়নি। অধিনায়ক হিসেবে তিনিও লিটন দাসের কাছ থেকে সেরাটা আশা করছেন। থিসারার বিশ্বাস, লিটনই ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

থিসারা বলেন, ‘আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে, তাহলে আমরা এগিয়ে থাকব। আমরা সবাইকেই সমর্থন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে লিটনকে; সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ফেইল করতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে।’

এআরবি/এমএমআর/জেআইএম

Read Entire Article