ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা

2 months ago 7

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে তালা মেরছেন কিছু শিক্ষার্থী। এতে চরম ভোগান্তিতে পড়েন ৫৪তম ব্যাচে ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকরা।
ভর্তি কার্যক্রমে স্বাভাবিকভাবে অংশ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন। শিক্ষার্থীদের একদফা দাবি— ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা পুনরায় চালুর অনুমতি দিতে হবে।

এসময় ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়।

জানা গেছে, ৫৪তম ব্যাচের ভর্তির শেষ দিন ছিল আজ। ফলে যারা ভর্তি হতে এসেছিল, তারা কেউ ভবনের ভেতরে কেউ বাহিরে আটকে পড়েন।

ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে আসা শিক্ষার্থী জাইমা ওয়াফি বলেন, ‘বিকেল সাড়ে ৩টার মধ্যে ভর্তি শেষ করতে হবে। কিন্তু আমরা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতেই পারছি না। এতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।’

রাজশাহী থেকে আসা এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মেয়েকে ভর্তি করাতে এসেছি। এসে দেখি ভবনের দরজা বন্ধ। আন্দোলনের কারণে আমরা ভেতরে ঢুকতে পারছি না। আজ ভর্তির শেষ দিন, এই অবস্থায় খুব চিন্তায় পড়েছি।’

আন্দোলনকারীদের একজন আরিয়ান কবির বলেন, যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। উপাচার্য যদি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে সত্যিই চিন্তিত হতেন, তাহলে এতক্ষণে আমাদের সঙ্গে কথা বলতেন। তার উপস্থিতি ও সদিচ্ছাই এই সংকট সমাধানে যথেষ্ট ছিল। কিন্তু তিনি আসছেন না। আজ ভর্তি কার্যক্রম অনিশ্চিত হওয়ার সম্পূর্ণ দায়ভার প্রশাসনের।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ক্যাম্পাসে অটোরিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাঁচি নিহত হন। এরপর শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়।

সৈকত ইসলাম/এএইচ/জিকেএস

Read Entire Article