ব্যাটিং-বোলিং ও হেড কোচের নাম জানাল সিলেট টাইটান্স
পাঁচ দল চূড়ান্ত হওয়ার পর থেকেই অংশগ্রহণকারী দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের পরিকল্পনা। নতুন দল সিলেট আসন্ন বিপিএলে খেলবে সিলেট টাইটান্স নামে। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে।
কোচিং প্যানেলে বড় চমক রেখেছে সিলেট। ব্যাটিং, বোলিং এবং প্রধান কোচ হিসেবে দেশিদের ওপর আস্থা রেখেছে তারা। তবে ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন বিদেশি। সিলেট টাইটান্সের হয়ে বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
বোলিং কোচ হিসেবে আলোচনায় রয়েছে সৈয়দ রাসেল। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের সাবেক এই পেসারকে বোলিং কোচ হিসেবে দেখা যাবে। এর আগে সিলেট স্ট্রাইকার্সেরও বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পেরে কেমসলে রবকে। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম।
বিপিএলের গত তিন আসরে খেলতে দেখা গেছে সিলেট স্ট্রাইকার্সকে। তবে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের কাজ করা ক্রিকেট উইথ সামি সিলেটের মালিকানা পেয়েছে।

9 hours ago
4








English (US) ·