ব্যাটিংয়ে ঝড় বোলিংয়ে জাদু, ম্যাচসেরা রিশাদ হোসেন

8 hours ago 5

উইকেট সাবলীল ব্যাটিং উপযোগী ছিল না। ইচ্ছেমত হাত খুলে খেলার উইকেট এটি নয়। তারপরও মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে শেষদিকে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন রিশাদ হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধুনো করে ১৩ বলে দুইশ স্ট্রাইকরেটে ২৬ রান করলেন এক চার আর দুই ছক্কায়। রিশাদের শেষের ক্যামিওতেই দুইশ গড়ার পথ পায় বাংলাদেশ।

এরপর বল হাতেও জাদু দেখিয়েছেন এই লেগস্পিনার। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দেওয়ার নায়ক এই রিশাদ। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৩৫ রান দিয়ে একাই শিকার করেছেন ৬ উইকেট।

অলরাউন্ড এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রিশাদেরই হাতে।

এমএমআর

Read Entire Article